Need a health guru to give you the daily fitness advice you need? The Galaxy Watch Active is here to help! Get BDT 2,000 discount Ads Office in Livewire on Galaxy Watch Active when you exchanging your wearable! Add caption Ndshohag121@gmail.com may shop ads office facebook https://www.facebook.com/www.Adsoffice/?ref=aymt_homepage_panel&eid=ARBbcPu54HNqRxS-hl1YNygbdg_DtoYodJERz56gp4G2GjvbOeGatW_1fFx0CNA6hopI_qc9RrgKQ8tR
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ শনিবার (৬ এপ্রিল) দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমার।জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান করে মুম্বাই। ১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭.৪ ওভারে ৯৬ রানেই অলআউট হয়ে যায় হায়দ্রাবাদ। এরই ফলে ৪০ রানে জয় পায় মুম্বাই।হায়দ্রাবাদের হয়ে ওয়ার্নার ১৫, বেয়ারস্টো ১৬, মানিশ ১৬, দীপক ২০, নবি ১১ রান করেন। ইউসুফ, রশিদ ও সিদ্ধার্থ রানের খাতা খুলতে পারেননি। মুম্বাইয়ের হয়ে জোসেফ ৬টি, চাহার ২, বুমরাহ ও বেহরেনডর্ফ ১টি করে উইকেট শিকার করেন।এর আগে মুম্বাইয়ের জন্য রোহিত ১১, ডি কক ১৯, সূর্যকুমার ৭, ইশান ১৭, ক্রুনাল ৬, হার্দিক ১৪, চাহার ১০ রান করেন। অন্যদিকে ৪৬ রানে অপরাজিত ছিলেন পোলার্ড। হায়দ্রাবাদের হয়ে সিদ্ধার্থ ২টি, ভুবেনেশ্বর, সন্দিপ, নবি ও রশিদ ১টি করে উইকেট শিকার করেন।সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, বিজয় শঙ্কর, মানিশ পান্ডে, ইউসুফ পাঠান, দ্বিপক হুদা, রশিদ খান, মোহাম্মদ নবি, ভুবনেশ্বর কুমার, সন্দিপ শর্মা, সিদ্ধার্থ কৌল।মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, কাইরন পোলার্ড, হার্ডিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জেসন বেহরেনডর্ফ, রাহুল চাহার, জাসপ্রিত বুমরাহ, আলজারি জোসেফ।
SD Gtv YouTube channel
SD Gtv YouTube channel
Comments
Post a Comment