Need a health guru to give you the daily fitness advice you need? The Galaxy Watch Active is here to help! Get BDT 2,000 discount Ads Office in Livewire on Galaxy Watch Active when you exchanging your wearable! Add caption Ndshohag121@gmail.com may shop ads office facebook https://www.facebook.com/www.Adsoffice/?ref=aymt_homepage_panel&eid=ARBbcPu54HNqRxS-hl1YNygbdg_DtoYodJERz56gp4G2GjvbOeGatW_1fFx0CNA6hopI_qc9RrgKQ8tR
ফেনীর সোনাগাজীতে এক পরীক্ষার্থীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া চার দুর্বৃত্তই ছিল বোরকা পরা। এ কারণে তিনি কাউকেই চিনতে পারেননি। তবে চারজনের মধ্যে একজন নারীকণ্ঠে তাঁর সঙ্গে কথা বলেছে। বাকি তিনজন কোনো কথা বলেনি। ওই পরীক্ষার্থী এবার আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
ওই পরীক্ষার্থী ভাই আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সামনে প্রথম আলোকে এ কথা বলেন। তিনি বলেন, ঘটনার পর তাঁর বোন তাঁদের এ কথা জানিয়েছেন। অগ্নিদগ্ধ ওই পরীক্ষার্থী বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এই ঘটনায় এখনো মামলা হয়নি।
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment